সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

অনলাইনেই করতে হবে নামজারির আবেদন

অনলাইনেই করতে হবে নামজারির আবেদন

আগামী বছর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে আর নামজারির আবেদন করা যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণকারী সহকারী কমিশনারদের (ভূমি) সঙ্গে এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরই ভূমি অফিসে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড হয়ে যাবে। এরপর নামজারির জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। পর্যায়ক্রমে অন্যান্য ভূমিসেবা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসে সম্পূর্ণ অটোমেটেড ও পেপারলেস ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।’

ভূমিমন্ত্রী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের দিক-নির্দেশনা দিতে গিয়ে বলেন, ‘আপনারা অধস্তনদের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দ্বারা পরিচালনা করবেন। তারা যেন আপনাদের কোনো সমস্যায় ফেলতে না পারে কিংবা বিপথে পরিচালনা না করতে পারে এ ব্যাপারে লক্ষ্য রাখবেন।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন ভালো থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন। সুতরাং, আমি সবার মাঝে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, কেউ দুর্নীতি করে পার পাবেন না। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে নবনির্মিত উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো বুঝে নিতে এসিল্যান্ডদের নির্দেশনা দেন ভূমিমন্ত্রী।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD