বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
মোস্তাফিজুর রহমান, চট্রগ্রাম প্রতিনিধি।
নগরীর ইপিজেড থানা এলাকায় সিপিআরএস মানবাধিকার সংস্থার কেন্দ্রিয় চেয়ারম্যান এডঃ রাসেদ উদ্দিনের নির্দেশনায় বিভাগীয় অফিসে তৃতীয় দিনের(বৃহস্পতিবার) কার্যক্রমে ইর্মাজেন্সি মেডিক্যাল অফিসার ডাঃ ইমরুল কায়েস এলাকার আগত বিভিন্ন রোগির ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে।
কর্মসূচি উদ্বোধন করেন দৈনিক বিশ্ব মানচিত্রর উপদেষ্টা ও ৪১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃমাইনুল ইসলাম, সিপিআরএস ’এর সাঃসম্পাদক- মোঃ বিল্লাল হোসেন( বেলাল),স্থানীয় হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক ও সাংবাদিক হোসেন বাবলা, নারী সংগঠক মিসেস আয়েশা বেগম,সদস্য সুইটি আক্তার,মারুফা,সুমনা,জুয়েল,আরিফ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বৈশ্বিক মহামারিতে নানা কারণে সাধারণ মানুষ কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে মানষিক প্রশান্তি এবং মনোবল ধরে রাখতে একটি যুগান্তকারী উদ্যোগ। সিপিআর এস এই কর্মকান্ড সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে সবাই সহায়তা করে সেবা কে এগিয়ে নিন।