শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন– ছাইদুর রহমান সোহেল (৩৬) ও শাকিল উদ্দিন বাবুল (২৯)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে রিমাণ্ড আবেদন করা হবে।