শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

ফায়ার সার্ভিসের ২০ কর্মকর্তার পদোন্নতি

ফায়ার সার্ভিসের ২০ কর্মকর্তার পদোন্নতি

পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ২০ জন কর্মকর্তা। তাদেরকে তৃতীয় শ্রেণির সাব-অফিসার পদ থেকে দ্বিতীয় শ্রেণির স্টেশন অফিসার পদে (১৫তম গ্রেড থেকে ১২তম গ্রেডে) পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৭ ফেব্রুয়ারি ২৯ নম্বর স্মারকপত্রের মাধ্যমে পিএসসি উল্লিখিত পদোন্নতির বিষয়ে সুপারিশ পাঠায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে রোববার (১৪ ফেব্রুয়ারি)। এর ফলে ২৫ শতাংশ পদোন্নতি কোটায় ২০ জন কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির ফায়ার স্টেশন প্রধান হওয়ার যোগ্যতা অর্জন করেন। পদোন্নতিপ্রাপ্তরা ফায়ার-ফাইটার (সাবেক ফায়ার-ম্যান ও সমমান) পদে যোগদান করেছিলেন।

এ সংক্রান্ত এক প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম-সচিব মো. হাবিবুর রহমান বলেন, অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় আমরা এই পদোন্নতি দিতে পেরে আনন্দিত।

এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করায় সুরক্ষা সেবা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি, এই পদোন্নতি ভালো কাজের স্বীকৃতি।’ তিনি পদোন্নতিপ্রাপ্তদের শুভ কামনা জানান এবং নতুন পদে তারা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে এর প্রতিদান দেবেন বলে আশা প্রকাশ করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD