সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
আলাউদ্দিন বাবু হাওলাদার,
ভোলা জেলার বোরহান উদ্দিন হাসান নগর খাসমহল বাজার টবগী ইউনিয়নের ব্রীজটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। ব্রীজের কাজ নি¤œ মানের হওয়ায় মাঝখানে খোয়া খসে পরে রড বেড়িয়ে গেছে। রাতের অন্ধকারে চলা চল কারী, যান-বাহন যে কোন সময় দূর্ঘটনায় পরতে পারে। এলাকার জনসাধারনের নির্বিগনে চলা চলের জন্য ব্রীজটি জরুরী মেরামত করার জন্য সচেতন মহল কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।