রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
রিক্সা টানা/ধাক্কা পার্টি চক্রের সর্দারসহ ০৪ সদস্যকে গ্রেফতার করেছে এসআই আনিসুল ইসলাম ও তার টিম। এই সংঘবদ্ধ চক্রের সর্দার আয়নাল হক (৫৫)। সে ঢাকা শহরে ২৫ বছর ধরে প্রতারণার মাধ্যমে রিক্সা চালক বেশে মালামাল চুরি করে আসছে। এই সংঘবদ্ধ চক্রটি প্রথমে একজন চোর রিক্সা চালক হিসেবে রিক্সা নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকে। তারপর ভাড়া হিসাবে সাধারণ ব্যবসায়ীদের মালামাল রিক্সায় নিয়ে যাত্রীদের রিক্সার পিছু পিছু হেঁটে আসতে বলে। তারপর এই চক্রের অন্যান্য সদস্যরা রিক্সার পিছু পিছু হাটা পণ্যের মালিকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় এবং উক্ত ব্যক্তির সাথে ঝগড়া করে ব্যস্ত রাখে। এরই মাঝে রিক্সা চালকবেশী চোর গন্তব্যের রাস্তা পরিবর্তন করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
এই সংঘবদ্ধ চক্রের সর্দার আয়নাল হক (৫৫) এর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৬টি মামলা আছে। এই চক্রের অন্যতম সদস্য ইদ্রিস শেখ (৫১) এর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৪টি মামলা এবং এই চক্রের সদস্য মিন্টু (৬৩) এর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ২টি মামলা ও এই চক্রের আরেক সদস্য রানা (২৮) এর বিরুদ্ধে কোতয়ালী থানায় ১টি মামলা আছে।