বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন তারা

ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন তারা

প্রথমে প্রবাসীদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করা হতো। এরপর তাদের বন্ধু ও নিকট আত্মীয়দের কাছ থেকে নানা কৌশলে বিকাশ অ্যাপসের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

দিনের পর দিন সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করে আসলেই তাদের ধরা যাচ্ছিল না। অবশেষে এই চক্রের সন্ধানে মাঠে নেমেছে র‌্যাব।

রাজশাহীতে অভিযান চালিয়ে তিন ইমো হ্যাকারকে আটক করা হয়েছে। তারা হলেন- নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের শাকিব বিশ্বাস (১৯), হরিরামপুর গ্রামের আল-আমিন (২০) ও মমিনপুর গ্রামের মেহেদী আলী (২১)।

রোববার (১০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল শনিবার (৯ অক্টোবর) গভীর রাত থেকে রোববার (১০ অক্টোবর) ভোর পর্যন্ত রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ২১টি মোবাইল ফোন, ৪৯টি সীমকার্ড, চারটি মেমোরি কার্ড, একটি ক্যামেরা, দুটি ল্যাপটপ, একটি টেলিফোন সেটসহ তিন ইমো হ্যাকারকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকাসহ আরও কিছু আলামত জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও তিন ইমো হ্যাকার পালিয়ে যান। পরে ওই তিনজনকে র‌্যাব-৫-এর সদর দপ্তরে আটক করে নিয়ে আসা হয়।

সেখানে র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই তিনজন জানান, দীর্ঘদিন থেকে তারা মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ইমো অ্যাকাউন্ট হ্যাক করতেন। পরে হ্যাক করা ব্যক্তির ইমোতে থাকা বন্ধু ও স্বজনদের কাছে নানা কৌশলে টাকা আদায় করতেন। টাকা আদায়ের জন্য বিকাশ অ্যাপস ব্যবহার করতেন। জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাদের রাজশাহীর চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় তাদের নামে র‌্যাবের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD