শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাবিব হিমেল ট্রাকচাপায় নিহতের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ট্রাকচালক ও হেলপারকে আসামি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে বলেন, সড়ক পরিবহন আইনের ৯৮, ৯৯ এবং ১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এতে ট্রাকচালক ও হেলপারকে আসামি করা হলেও তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে যেহেতু তাদের আটক করা হয়েছে আমরা এই মামলায় গ্রেফতার দেখাব।
এর আগে মঙ্গলবার রাতে (১ ফেব্রুয়ারি) নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ট্রাকের হেলপারকে এবং বুধবার দুপুরে ট্রাকচালককে আটক করে পুলিশ।
চালকের নাম মো. টিটু (৩৫)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রামের উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। হেলপার মো. হামিম হোসেন কালু (২০) কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের চাত্র মাহমুদ হাবিব হিমেল ট্রাকচাপায় নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।
পদোন্নতি পেলেন ৬৩ পুলিশ কর্মকর্তাওই দুর্ঘটনায় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।