শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইউক্রেনে আটকেপড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিকের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা বাংলাদেশ সময় শনিবার (৫ মার্চ) দুপুরে অলভিয়া বন্দরে পাশে ‘শেল্টার হাউজ’ থেকে রওনা দেন। তবে নাবিকরা এখন কোথায় আছেন তা জানানো হয়নি।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্সস অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, নিরাপত্তার কারণে নাবিকদের অবস্থান বলা যাচ্ছে না।

আটকেপড়া নাবিক-ক্রুদের মধ্যে আছেন- জাহাজের মাস্টার জিএম নুর ই আলম ও সহকারী মাস্টার মো. মনসুরুল আমিন খান।

বাকিরা হলেন– সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এরআগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, জাহাজের ওই নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়া নেওয়া হচ্ছে।

বাল্ক ক্যারিয়ার জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে। কিন্তু ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি হলে বন্দরের কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ নাবিক-ক্রু নিয়ে সেখানেই নোঙর অবস্থায় আটকা পড়ে।

এরপর ২ মার্চ রাতে রকেট হামলা হয় জাহাজে। এতে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। পরে আটকেপড়া ওই জাহাজের ২৮ নাবিককে উদ্ধার করে শেল্টার হাউজে নেওয়া হয়।

জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD