সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইরফানুল হক (৩০) এবং মোঃ শাহিদুল ইসলাম (২৪)।
সোমবার (২৪ অক্টোবর, ২০২২) আনুমানিক বিকাল ৪.৩০টার সময় মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে মুগদা থানা ডিএমপি এর একটি চৌকস টিম।
অভিযানের নেতৃত্ব দেয় মুগদা থানা ডিএমপি এর এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হোসেন, সাথে ছিলেন এস আই আরসেল তালুকদার, এমসআই মফিজুল ইসলাম।
ইয়াবা উদ্ধার বিষয়ে জানতে চাওয়া হইলে এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হোসেন জানান, ‘আমি ও আমার সঙ্গীয় এস আই আরসেল তালুকদার, এমসআই মফিজুল ইসলাম ডিউটি করাকালে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে অভিযান চালাই। অভিযানের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২ জনকে তালাশি করি। এসময় আসামী মোঃ ইরফানুল হক (৩০) এর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ শাহিদুল ইসলাম (২৪) এর এর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ১৫০০ (এক হাজার পাচঁশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।’
ইয়াবা উদ্ধার প্রসঙ্গে মুগদা থানা অপারেশন ওসি আশীষ কুমার দেব জানান, ‘মুগদা থানার একটি চৌকস টিম ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ডিএমপির মুগদা থানায় গ্রেফতারকৃতদের মুগদা থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৫২, তারিখ-২৫/১০/২০২২।’