শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

৩৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

৩৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইরফানুল হক (৩০) এবং মোঃ শাহিদুল ইসলাম (২৪)।

 

সোমবার (২৪ অক্টোবর, ২০২২) আনুমানিক বিকাল ৪.৩০টার সময় মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে মুগদা থানা ডিএমপি এর একটি চৌকস টিম।

 

অভিযানের নেতৃত্ব দেয় মুগদা থানা ডিএমপি এর এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হোসেন, সাথে ছিলেন এস আই আরসেল তালুকদার, এমসআই মফিজুল ইসলাম।

 

ইয়াবা উদ্ধার বিষয়ে জানতে চাওয়া হইলে এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হোসেন জানান, ‘আমি ও আমার সঙ্গীয় এস আই আরসেল তালুকদার, এমসআই মফিজুল ইসলাম ডিউটি করাকালে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে অভিযান চালাই। অভিযানের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২ জনকে তালাশি করি। এসময় আসামী মোঃ ইরফানুল হক (৩০) এর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ শাহিদুল ইসলাম (২৪) এর এর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ১৫০০ (এক হাজার পাচঁশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।’

 

ইয়াবা উদ্ধার প্রসঙ্গে মুগদা থানা অপারেশন ওসি আশীষ কুমার দেব জানান, ‘মুগদা থানার একটি চৌকস টিম ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ডিএমপির মুগদা থানায় গ্রেফতারকৃতদের মুগদা থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৫২, তারিখ-২৫/১০/২০২২।’


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD