শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন
লিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। নারীদের হৃদয় জয় করা এই অভিনেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ খবর পেয়ে ভক্তরা মুসড়ে পড়েছেন। জানা গেছে, গুজরাটে শুটিং চলাকালীন দুর্ঘটনায় পড়েছেন ভিকি। ভানুপ্রতাপ সিংয়ের একটি ভৌতিক ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনায় পড়ে মুখে গুরুতর আঘাত পেয়েছেন এ অভিনেতা। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় দৌড়ে একটি দরজা খোলার সময় সেটি ভেঙে তার ওপরেই পড়ে গিয়েছিল। তাতেই গুরুতর আহত হয়েছেন তিনি। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
পরে শুক্রবার মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুটিংয়ের মাঝে এই দুর্ঘটনা ঘটায় শুটিং বন্ধ রাখা হয়েছে। এই ভৌতিক ছবি ছাড়াও করণ জোহরের ‘তখত’ ছবিতে অভিনয় করছেন ভিকি। এতে তিনি ছাড়াও রয়েছেন রণবীর সিং, আলিয়া, কারিনা, জাহ্নবি প্রমুখ৷