বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নাটক নির্মাণের চেয়ে অভিনয়েই ব্যস্ত সালাহউদ্দিন লাভলু

নাটক নির্মাণের চেয়ে অভিনয়েই ব্যস্ত সালাহউদ্দিন লাভলু

জনপ্রিয় নির্মাতা অভিনেতা সালাহউদ্দিন লাভলু বর্তমানে অভিনয়ে ব্যস্ত রয়েছেন। নির্মাণে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে কাজে কম দেখা যায় তাকে। গত বছর থেকে প্রচার চলতিপ্রিয় দিন প্রিয় রাতনামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি

নতুন বছরে নতুন কোনো নাটক নির্মাণে দেখা যায়নি তাকে। তবে অভিনয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এরই মধ্যে কয়েকটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। কিছুদিন আগে আবু হায়াৎ মাহমুদেরআম্মানামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। একই পরিচালকের আরেকটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন। এখনও নাটকের নাম ঠিক করা হয়নি

এছাড়া ঈদের জন্য নির্মিত সাত পর্বের কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা জানিয়েছেন লাভলু। এরই মধ্যেপ্রেম ভাইনামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিংও শেষ করেছেন। নাটকটিও নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ

এদিকে সালাহউদ্দিন লাভলু অভিনীতসাপলুডুনামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার অভিনীতরাত্রির যাত্রীনামে একটি ছবি চলতি বছরের শুরুতে মুক্তি পায়। এছাড়া নতুন একটি ছবিতেও অভিনয়ের কথা চলছে বলে জানিয়েছেন

নির্মাণের চেয়ে অভিনয়ে ব্যস্ত থাকা প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আগের চেয়ে নাটক কম বানাচ্ছি। বছর এখনও নতুন কোনো নাটক পরিচালনা করিনি। এর কারণও রয়েছে। আমি নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলোর কাজ শুরু করব শিগগিরই। বর্তমানে যেসব নাটকের শুটিং করেছি এগুলোর গল্প চমৎকার। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

অভিনয়ের পাশাপাশি ডিরেক্টর গিল্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD