বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নতুন ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, নায়ক ইয়াশ রোহান

নতুন ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, নায়ক ইয়াশ রোহান

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নেন তিনি

সেখানে নিজের নাম লিখিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা প্রথম বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে রেকর্ড করেন ঐশী

সেই সাফল্যকে অনুপ্রেরণা করেই পথ চলছেন বরিশালের এই সুন্দরী। কাজ করেছেন বিজ্ঞাপনে, মিউজিক ভিডিওতে। চমক দিয়ে চুক্তিবদ্ধ হয়েছেনমিশন এক্সট্রিমছবিতে। এই ছবিতে ঐশীর নায়ক আরিফিন শুভ

এরইমধ্যে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সুন্দরী। প্রায় ৭০ ভাগ দৃশ্যায়ণ শেষ হয়েছে বলে জানালেন তিনি। গেল শনিবার তিনি দুবাই থেকে শুটিং করে ফিরেছেন। দেশে ফিরেই নতুন একটি ছবির প্রস্তাব পেলেন ঐশী। ছবির নামআদম এই ছবিতেস্বপ্নজালখ্যাত ইয়াশ রোহানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি

 

বিষয়ে ঐশী জাগো নিউজকে বলেন, ‘আমিআদমছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ছবির পরিচালক আবু তৌহিদ হিরনের সঙ্গে নিয়ে মিটিংও হয়েছে। ছবিটির গল্প আমার ভালো লেগেছে। তবে চূড়ান্ত কিছু এখনই বলা যাচ্ছে না

আমি আপাততমিশন এক্সট্রিমশেষ করতে চাই। এরপর নতুন কোনো কাজে যোগ দেবো। এই ছবিটির জন্য অনেক পরিশ্রম করছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঐশী এখনো চূড়ান্ত না হলেও ছবির প্রধান পুরুষ চরিত্রে ইয়াশ রোহানকে চুক্তিবদ্ধ করা হয়েছেআদমছবির জন্য। আপাতত অপেক্ষা ঐশীর। তিনি যোগ দিলেই বাকি কাজ গুছিয়ে শুটিং শুরু করবেনআদম নির্মাতা আবু তৌহিত হিরন


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD