শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
কয়েকদিন আগেই ‘খানদানি সাফাখানা’র কোকা গানটি মুক্তি পেয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আরও একটি বিশেষ গান। বিশেষ কারণ ৯০–এর দশকের একটি পুরনো গানকেই নতুন মোড়কে উপহার দিয়েছেন বাদশা। ছবির ট্রেলার দেখলেই বোঝা যায় হাসির বোমা লুকিয়ে রয়েছে। তবে সঙ্গে রয়েছে সামাজিক ব্যাধির কথাও। রক্ষক ছবির পুরনো গান। ৯০–এর দশকে এই গানে দেখা গিয়েছিল সুনীল শেট্টি ও রাবিনা টেন্ডন জুটি। ‘শহর কি লড়কি’ গানটি ছিল সুপার হিট। এবার সেই গানে আবারো ফিরছেন তারা। দেখা গেল সুনীল ও রবিনাকে। বয়স হয়েছে, তাতে কি? পুরনো জুটিকে এভাবে নতুন করে দেখে মন ভরলো দর্শকদের।
খানদানি সফরখানা ছবিতে শহর কি লড়কি গানটির রিমেক করেছেন বাদশা। ছবিতে রয়েছেন সোনাক্ষী সিনহা ও বরুণ শর্মা। এই ছবিতে বাদশা ও ডায়না পেন্টিকে দেখা যাবে একটি আইটেম গানে। গানটি সেই পুরনো গান। আর সেখানে ফিরছেন সুনীল ও রাবিনা।
সুনীল জানিয়েছেন, ‘অনেকদিন পর আবার রবিনার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি। বাদশার এই রিমেকও তার বেশ পছন্দ হয়েছে।’