শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সানাই। সারাদেশের মানুষ চেনে তাকে। সানাই বেশি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে। এদিকে তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন–দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।
সিনেমা মুক্তি পেতে আরও কিছুদিন সময় লাগবে হয়তো। তবে তার আগেই নতুন গানের ভিডিও নিয়ে হাজির আলোচিত মডেলকন্যা সানাই।
‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে’- এমনই কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটি গেয়েছেন সাবরিনা সাবা।
‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরানার এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে।
সানাই বলেন, ‘বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি সবার কাছে চমক হবে এটি। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডন ভাই, শিবা শানু ভাইও আছেন। এ ছাড়া আরও ৩০ জন শিল্পী গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।’
এবারই প্রথম নয়। এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো– ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো।