বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অভি, নিঝুম রুবিনা ও রাহা। নিহাল মুভিজ প্রযোজিত এ সিনেমার গল্পে দেখা যাবে, কলেজপড়ুয়া এক ছেলের প্রেমে পড়ে একই কলেজের দুই ছাত্রী নিঝুম ও রাহা। তাদের প্রেম নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। ছবিটি মুক্তির দিতে পেরে বেশ খুশি নির্মাতা ও কলাকুশলীরা।
কারণ সিনেমাটির শুটিং হয়েছিলো ২০১৫ সালে। শুটিং অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি। অবেশেষে ছবিটি আলোর মুখ দেখলো।
নিহাল মুভিজ প্রযোজিত এ সিনেমার গল্পে দেখা যাবে, কলেজ পড়ুয়া এক ছেলের প্রেমে পড়ে একই কলেজের দুই ছাত্রী নিঝুম ও রাহা। তাদের প্রেম নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। ছবিটিতে আরও অভিনয় করেছেন ডন, অমিত হাসান, রেহানা জলি, রেবেকা, সিরাজ হায়দার প্রমুখ।
‘ভালোবাসা ডটকম’ সিনেমায় আছে মোট ছয়টি গান। গানগুলোর কথা লিখেছেন— সুদীপ কুমার দীপ, সংগীতায়োজন করেছেন কাজি জামাল। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, ন্যানসি, পড়শী, ডলি সায়ন্তনী ও রাজিব।