বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

অপর্ণা ঘোষ চলচ্চিত্রে মনোযোগী

অপর্ণা ঘোষ চলচ্চিত্রে মনোযোগী

টেলিভিশন নাটকের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। সিরিয়াস ও কমেডি সব ধরনের নাটকেই অভিনয় করেন। কখনো সরলা, কখনো চঞ্চলা আবার কখনো তাকে দেখা গেছে প্রতিবাদী নারী চরিত্রে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজের ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন বাংলা নাটকে। টিভি নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অপর্ণা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নাটকে চাহিদা থাকলেও ইদানীং চলচ্চিত্রে বেশ মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে কাজ করছেন না বললেই চলে। সারা বছর অভিনয়ে ব্যস্ত থাকলেও গেল ঈদের নাটকে তাকে তেমনটি দেখা যায়নি। অপর্ণা বলেন, ‘ঈদের আগে থেকে টিভি নাটকের কাজ একেবারেই কমিয়ে দিয়েছি। ঈদের জন্য দুটি নাটকে কাজ করেছিলাম। একটি সাগর জাহানের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘কবুল বলিল কে’। এ নাটকটি কমেডি হলেও গল্পটি ভালো ছিল। অন্যটি খন্ডনাটক যার নাম মনে নেই। অভিনয় করেছিলাম বরিশালে।’ নাটকে কম কাজ নিয়ে তিনি বলেন, ‘বর্তমান নাটকের অবস্থা ভালো যাচ্ছে না। ঘুরেফিরে একই গল্প, একই অভিনয়। হয়তো ‘কমেডি’ নয়তো ‘রোমান্টিক’ নাটক। একই ধরনের অভিনয় বার বার করতে ভালো লাগে না। না জেনে অনেকেই নাটক নির্মাণে এসেছেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। তাই ঠিক করেছি ভালো মানের নির্মাতাদের নাটক ছাড়া কাজ করব না। এমন কিছু কাজ আছে যা করার চেয়ে না করাই ভালো। এ ছাড়া বর্তমানে আমি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। ভালো নাটকের প্রস্তাব আসলেও করা সম্ভব হচ্ছে না চলচ্চিত্রের জন্য। অপর্ণা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ মুক্তি পেয়েছিল দুই বছর আগে। মুক্তিযুদ্ধের এ ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার অভিনেতা পরমব্রতের সঙ্গে। ছবিটি পরিচালনা করেন ফখরুল আরেফিন। একই পরিচালকের ‘গন্ডি’ ছবি নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। এ ছবিতে অপর্ণাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তার চরিত্রের নাম মিলি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। ছবির চরিত্র নিয়ে অপর্ণা বলেন, ‘ছবির গল্পটা আমাকে টেনেছে বেশি।’ গল্প বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব যে শুধু ইয়াংদের মধ্যে সীমাবদ্ধ নয়, সিনিয়রদের মধ্যেও হতে পারে সেটাই দেখানো হয়েছে। আমার চরিত্রটা একটু আলাদা। এখানে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। এর আগে এ ধরনের চরিত্রে চলচ্চিত্রে তো নয়ই নাটকেও অভিনয় করেছি কিনা মনে পড়ে না। খুব ভালো লাগছে অভিনয় করে। এখানে আমি সব্যসাচির ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করছি।’ ‘গন্ডি’র শুটিং শেষ করে অপর্ণা আগামি নভেম্বর থেকে শুরু করবেন সরকারি অনুদানের নতুন একটি ছবির শুটিং। সবাইকে জানিয়েই এ ছবির কাজ শুরু হবে বলে জানান এ অভিনেত্রী। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০০৯ সালে চলচ্চিত্রে আসেন অপর্ণা। এরপর ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’, ২০১৪ সালে ‘মেঘমলস্নার’, ২০১৫ সালে ‘সুতপার ঠিকানা’, ২০১৬ সালে ‘দর্পণ বিসর্জন’ ও ২০১৭ সালে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ অভিনেত্রী।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD