শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

নির্মাণের আগেই সিনেমার বুকিং

নির্মাণের আগেই সিনেমার বুকিং

সিনেমার নির্মাণ কাজ শেষ না হতেই হল মালিকরা বুকিং দেয়া শুরু করেছেন। চলচ্চিত্রে এ ধরনের ঘটনা খুব কমই ঘটে। তবে প্রথমবারের মতো এ ঘটনা ঘটল শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য পাসওয়ার্ড সিনেমাটির ক্ষেত্রে। সিনেমাটি পরিচালনা করছেন মালেক আফসারি। শাকিবের সিনেমার প্রতি দর্শকদের এখনও আগ্রহ আছে, এ বিবেচনায় ঢাকার বাইরের তিনটি সিনেমা হল সিনেমাটি অগ্রিম বুকিং দিয়ে রেখেছে। বুকিং রেটও বেশ চড়া। এ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। সিনেমাটির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা পাসওয়ার্ডের শূটিং মাত্র শুরু করেছি। তার আগেই হল মালিকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ইতোমধ্যে তিনটি সিনেমা হলে বুকিং হয়েছে। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকা পাওয়া গেছে। হলগুলো হচ্ছে ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের চালার নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। আরও বেশ কয়েকটি হলের সঙ্গেও কথাবার্তা চলছে। আশা করছি, ঈদের সময় দেশের অধিকাংশ সিনেমা হলে সিনেমাটি বুকিং হয়ে যাবে। তিনি জানান, এর মধ্যে ছায়াবানী সিনেমা হলে বুকিং হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকায়। নিউ রজনীগন্ধায় চার চার লাখ এবং রূপকথা দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD