সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন
নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘অনলি মি’ নামে একক নাটক। আফরান নিশো-তানজিন তিশা অভিনীত এ নাটক গত ৬ নভেম্বর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই নিশো-তিশার অনবদ্য অভিনয়, ভিন্ন গল্প আর নির্মাণ শৈলীর কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে নাটকটি। কয়েক দিনে ২০ লাখের বেশি ভিউ হয়েছে এটি। সেই সঙ্গে দর্শক হৃদয়ও কেড়ে নিয়েছে।
নাটকের গল্পে দেখা যায়, রাতের বেলায় কনের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশা। চোখে-মুখে ভয়ের ছাপ। চারপাশে কাউকে খুঁজছেন তিশা। মুহুর্তেই আফরান নিশো বরের সাজে হাজির হন। এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘‘আমার প্রতিটি নাটকের মাধ্যমে দর্শকদের ভিন্ন মাত্রার বিনোদন দেওয়ার চেষ্টা করি। তবে ‘অনলি মি’ নাটকটিতে একটু বেশিই ভিন্নতা পেয়েছেন দর্শক। নিশোর চরিত্র অনেকটাই ভিন্ন, যা নিশো ভক্তদের আনন্দ দিয়েছে। গল্পটাও আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা।’’
মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অনলি মি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশসহ অনেকে।