শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ২০১৭ সালে ‘দুভাড়া জগন্নাধাম’ সিনেমায় এই অভিনেতার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন পূজা হেগড়ে। তেলেগু ভাষার এ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। দীর্ঘ দুই বছর পর দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন তারা।
তেলেগু ভাষার ‘আলা বাইকুনথাপুরামলু’ সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। দ্বিতীয়বারের মতো আল্লু অর্জুনকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পূজা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় সিনেমাটিতে তার চরিত্র ও মজার কিছু তথ্য শেয়ার করেছেন।
পূজার ভাষায় ‘আমি আল্লু অর্জুনের বস। আমার চরিত্র কিছুটা তেজি। একই সময়ে কঠোর ও নরম স্বভাবের। আমাদের জুটির খুনসুটি দেখে দর্শক আনন্দ পাবেন।’
পূজা আরো বলেন, ‘সিনেমাটিতে প্রচুর ফান, নাটকীয়তা, রোমান্স, মিউজিক রয়েছে। এটি পুরো পরিবারকে বিনোদিত করার মতো একটি সিনেমা।’
এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামান্থা আক্কিনেনি, নিবেতা, টাবু প্রমুখ। ২০২০ সালের ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।