শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

‘আমি আল্লু অর্জুনের বস’

‘আমি আল্লু অর্জুনের বস’

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ২০১৭ সালে ‘দুভাড়া জগন্নাধাম’ সিনেমায় এই অভিনেতার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন পূজা হেগড়ে। তেলেগু ভাষার এ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। দীর্ঘ দুই বছর পর দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

তেলেগু ভাষার ‘আলা বাইকুনথাপুরামলু’ সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। দ্বিতীয়বারের মতো আল্লু অর্জুনকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পূজা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় সিনেমাটিতে তার চরিত্র ও মজার কিছু তথ্য শেয়ার করেছেন।

পূজার ভাষায় ‘আমি আল্লু অর্জুনের বস। আমার চরিত্র কিছুটা তেজি। একই সময়ে কঠোর ও নরম স্বভাবের। আমাদের জুটির খুনসুটি দেখে দর্শক আনন্দ পাবেন।’

পূজা আরো বলেন, ‘সিনেমাটিতে প্রচুর ফান, নাটকীয়তা, রোমান্স, মিউজিক রয়েছে। এটি পুরো পরিবারকে বিনোদিত করার মতো একটি সিনেমা।’

এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামান্থা আক্কিনেনি, নিবেতা, টাবু প্রমুখ। ২০২০ সালের ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD