সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সালমান খান ও কারিনা কাপুরের পর এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হওয়ার ক্ষেত্রে উঠে এল আরও এক বলিউড তারকার নাম। তিনি উর্মিলা মাতন্ডকর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন উর্মিলা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে গোপাল শেট্টির নাম। অবশ্য মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে মারাঠি অভিনেত্রী আশাবরী যোশী ও বিগবস-১১র বিজয়ি শিল্পা শিন্ডের নামও শোনা যাচ্ছে। এর আগে ২০০৪ সালে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে বলিউড তারকা গোবিন্দকে প্রার্থী করে লাভবান হয়েছিল কংগ্রেস। শোনা যাচ্ছে উর্মিলাকে প্রার্থী করে এবারও সেভাবেই বাজিমাত করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব।