শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
কক্সবাজারের এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। গতকাল তিনি কলকাতা থেকে কক্সবাজারে এসেছেন বলে জানান। সেখানে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করবেন এই অভিনেতা। আগামীকাল থেকে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছবিটির দ্বিতীয় লটের দৃশ্যধারণ শুরু হবে। একই ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও সংসদ সুবর্ণা মুস্তাফা। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’র কাহিনী মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।
বাংলাদেশের এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।