শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালো গাউনে শুভশ্রী, নেট দুনিয়ায় ঝড়

কালো গাউনে শুভশ্রী, নেট দুনিয়ায় ঝড়

ফ্যাশনের ব্যাপারে শুভশ্রী যে বেশ সচেতন, তা ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়। কখনো পশ্চিমী পোশাকে, আবার কখনো এথনিক পোশাকে ঝড় তুলেছেন তিনি। আর এবার কালো গাউনে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন শুভশ্রী।

মঙ্গলবার শুভশ্রী একটি ছবি পোস্ট করেন। সেই ছবি বাথটাবে শুয়ে তুলেছেন শুভশ্রী। ছবিতে শুভশ্রীকে যে লাস্যময়ী লাগছে তা বলাই বাহুল্য। ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো রঙের গাউনে বাথটাবে শুয়ে আছেন অভিনেত্রী। আর তার সঙ্গে শুভশ্রীর এলো চুল যেন পুরো লুকটিকে সম্পূর্ণ করেছেন।

শুভশ্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে। সাদা কালো এফেক্টেও একটি ছবি পোস্ট করেন শুভশ্রী।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD