সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার নতুন সিনেমা নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন। তার নতুন ছবিতে জ্যাকুলিনের সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম, মডেল ও অভিনেত্রী রাকুল প্রিত সিংকে। সম্প্রতি মুম্বাইয়ের এক ইভেন্টে এ ঘোষণা দেন ‘রেস টু’ খ্যাত এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইভেন্টে তার আগামী ছবি নিয়ে কথা বলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এতে আবারও জনের সঙ্গে কাজ করার পাশাপাশি ছবির স্ক্রিপ্ট ও রাতুলের প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন এ অভিনেত্রী। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন জন আব্রাহাম।
তবে জনের আসন্ন ছবির নাম কি তা জানা যায়নি। রাকুল প্রিতকে নিয়ে ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, নি:সন্দেহে তিনি একজন মেধাবী অভিনেত্রী। এই গল্পে রাকুলের চরিত্রটি অনেক সুন্দর; এবং আমি নিশ্চিত করে বলতে পারি সে সেই চরিত্রটি পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। আমি অনেক খুশি যে রাকুল এই প্রজেক্টে যুক্ত হতে পেরে। যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার এই নতুন সিনেমার শুটিং শুরু হবে ২০২০ সালের জানুয়ারিতে। বলিউড সূত্রে খবর, ছবিটি দুই নায়িকাকেই দারুণ শক্তিশালী চরিত্রে দেখাবে। দারুণ রূপের পাশাপাশি তাদের থাকবে অনেক স্টান্টস করার সম্ভবানাও। রাকুল ইতোমধ্যেই ছবির জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন।
জ্যাকুলিনকে কিক ২-এ দেখা যাবে। এছারাও নেটফ্লিক্স থ্রিলার মিসেস সিরিয়াল কিলারও রয়েছেন তিনি। ওই ইভেন্টে জ্যকুলিন, জন আব্রাহাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন করণ জোহর, গৌরি খান, মালাইকা অরোরা, অনন্যা পান্ডেসহ অনেকেই।