শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

‘ন ডরাই’ ছবির একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

‘ন ডরাই’ ছবির একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত সার্ফিং নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ‘ন ডরাই’ মুক্তি পেতে যাচ্ছে । বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আজ (২৫ নভেম্বর) ছবিটির ছাড়পত্র দিয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ‘ন ডরাই’ সিনেমাটি মুক্তি পাবে। ছবির মুক্তি উপলক্ষে

মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

সিনেমাটির পুরো টিম নিয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ। প্রথম প্রযোজিত ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রযোজক। অনুষ্ঠানে তার স্বপ্নের এই ছবিটির নানা দিক নিয়ে কথা বলেন তিনি। ছবিটির নানা বিষয় তুলে ধরেন এর পরিচালক তানিম রহমান অংশু, নায়ক শরিফুল রাজ, নায়িকা সুনেরা বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমাটির গল্প নিয়ে একটি কমিক্সের বই করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, আমি সিনেমাটি নিয়ে কয়েকটি বিদেশি ফেস্টিভ্যালে গেছি। সবখানেই প্রশংসিত হয়েছে ছবিটি। আশা করি আমাদের দেশের দর্শকের কাছে প্রশংসিত হবে। কেউ যদি বিকাশ অ্যাপের মাধ্যামে আমাদের এই ছবির টিকিট কাটেন। তাহলে একটা টিকিটের সাথে আরেকা একটা টিকিট ফ্রি পাবেন। এই অফারটি শুধুমাত্র সিনেপ্লেক্সে এসে ছবি দেখলেই পাওয়া যাবে।

কিছু আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডে আটকে রেখেছিল ‘ন ডরাই’। অবশেষে সেসব সংলাপের পরিবর্তন করে সোমবার ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD