মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
ইরফান খান ও কারিনা কাপুর খান |
প্রায় এক বছর বিরতির পর আবারো লাইট-ক্যামেরার সামনে দাঁড়তে যাচ্ছেন বলিউড অভিনেতা ইরফান খান। ‘হিন্দি মিডিয়াম টু’ দিয়ে শুটিংয়ে ফেরা হচ্ছে তার। আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।
একটি সূত্র জানিয়েছেন, কারিনা কাপুর সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। আর এতে তাকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি সিনেমাটির প্রযোজক দিনেশ ভাইজান নিশ্চিত করেছেন, ইরফান খান খুব শিগগিরই ‘হিন্দি মিডিয়াম টু’র শুটিং শুরু করতে যাচ্ছেন। প্রথম পর্বে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার।
২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ মুক্তি পায়। এটি পরিচালনা করেন সাকেট চৌধুরী। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এছাড়া সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ইরফান খান।
এদিকে, বর্তমানে বড় দুইটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা। অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ’ এবং রণবীর সিংয়ের সঙ্গে ‘তাখত’-এ অভিনয় করছেন বেবো।