শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
রোববার সকালে মগবাজার লেভেল ক্রসিংয়ে নায়লা নাঈমকে ছিনতাইদের আক্রমণও পড়ে। এ সময়ে তিনি স্কুটিতে ছিলেন, স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন।
পুরো ঘটনার বর্ণনা ফেসবুকে নায়লা নাঈম নিজেই দিয়েছেন। আলোচিত এই মডেল জানান, ‘রোববার দুপুর ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাবার পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন কালোমতন ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকে থাকা মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে।
স্কুটি যেহেতু, pickup কমানো ছিল কারণ রেল ক্রসিং পার হচ্ছিলাম, সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পরেও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পড়ে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে আমাকে তুলে দেয়!