রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
এফআর টাওয়ারের অবৈধ অনুমোদনের কাজের সাথে রাজউকের ১৩ জন কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (২২ মে) আরএফ টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্ট প্রকাশের ব্রিফিংয়ে এ তথ্য জানান গণপূর্তমন্ত্রী।
তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারে ১৮ তলার ওপরে নির্মাণের কোনো অনুমতি ছিলো না। এই অবৈধ অনুমোদনে রাজউকের অসাধু ১৩ কর্মকর্তা জড়িত ছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।
২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।