সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
মামলার রায় প্রকাশ স্ত্রী স্নিগ্ধা সরকার ভৌমিক দীপা কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর নির্দেশ। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদলতের বিচারক এবিএম নিজামূল হক ৩৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে এ রায় দিবেন। গত বছরের ২৯ মার্চ পরকীয়ার বলি হন আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক। নগরির বাবু পারার নিজ ভাবনে শ্বাসরোধ করে হত্য করে স্ত্রী সিনিগ্ধা ভৌমিক, প্রেমিক কামরুল ইসলাম। ঘটনার চারদিন পর লাশ উদ্ধৃার করে আইন শৃংখলা বাহিনী। এঘটনায় রথীশ চন্দ্র ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক বাদী হয়ে ৫ জনকে আসামী করে রংপুর কোতয়ালী থানায় মামলা করেন। এদের মধ্যে দুই আসামীর মৃত্যু হয় জেল খানায়। আর ২ শিশু আসামীকে বাদ দেয়া হয় চার্জশিট থেকে।