শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
আগের মামলায় জামিনের পর রাজধানীর বনানী থানায় করা প্রতারণা মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোমবার আসামিকে আদালতে হাজির করে করা প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর গত ২০ জানুয়ারি (রবিবার) রাত সাড়ে ৯ টায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে কায়সার হামিদকে গ্রেফতার করা হয়।
পরে দশ হাজার টাকার মুচলেকায় কায়সার হামিদকে জামিন দিয়েছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
২২ লাখ টাকা আত্মসাতের পৃথক দুই মামলায় জামিন পেলেও একই থানায় করা প্রতারণার অপর এক মামলায় গ্রেফতার দেখানোয় মুক্তির পথ আটকে গেল কায়সার হামিদের।