রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাই জালের মতো নদী বিস্তার করে আছে এ দেশে। নদীতে মাছ ধরা থেকে শুরু করে গোসল করাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে মানুষ। কিন্তু বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, এসব কাজ তো দূরের কথা, নদীর পাড় দিয়ে হাঁটাও দায়। এর মূল কারণ হচ্ছে পানির অসহনীয় দুর্গন্ধ। এই দুর্গন্ধের পেছনে কাজ করছে নদীর তীরে ময়লা ফেলা ও অপরিকল্পিত শিল্প–কারখানা গড়ে ওঠা। ফলে দূষণ হচ্ছে নদীর পানি। অনেক মানুষই আছে, যারা নদীতে গোসল করা, হাঁড়ি–পাতিল ধোয়াসহ নদীর পানি পানও করে থাকে। কিন্তু পানিদূষণের কারণে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগজীবাণুতে। তাই সবার উচিত, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নদীর মতো প্রাকৃতিক সম্পদকে রক্ষায় সচেতন থাকা।
শামীম শিকদার
কাপাসিয়া, গাজীপুর