সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন
সুমন হোসাইন:
ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ৬৯৫ গ্রাম স্বর্ণের বার সহ ভারতগামী থারিপ্পা কুন্নুমেল (৩১) নামে এক ভারতীয় নাগরিক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। সে ভারতের কেরেলা জেলার নীলসারাম থানার পলি হাউজ গ্রামের কয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বরঃ ভি-৬১২৫২৫৪। বুধবার সকাল পৌনে ১০টার টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৫২লক্ষ ১৬ হাজার টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি পরিচালক আরেফিন জাহেদী বলেন, বুধবার সকালে এক জন ভারতীয় পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণ নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যর ভিত্তিতে আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং থারিপ্পা কুন্নুমেল নামে এক যাত্রীকে নজরদারিতে রাখি। যাত্রীর কাস্টমস ইমিগ্রেশনের কাজ সম্পন্নের পূর্বেই তার গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বীকার না করলেও তল্লাশী চালিয়ে পরবর্তিতে তার ব্যাগের ভিতরে ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত সাদা কষ্টেপ দিয়ে পেঁচানো ৬৯৫ গ্রাম স্বর্ণ সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের রাজস্ব কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, বর্তমান আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিমগ্রেশনের কর্মরত কাস্টমসের সকল কর্মকর্তারা সব সময় কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন। কোনভাবেই বাংলাদেশ থেকে স্বর্ণ ভারতে পাচার না হয় এবং ভারত থেকে কোন অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য কঠোর ভাবে প্ররিশ্রম করে যাচ্ছেন। পাচার প্রতিরোধ সহ সকল অবৈধ পন্যের জিরো টলারেন্স নীতি বহাল রেখেছেন।
আটককৃত স্বর্ন বেনাপোল কাস্টমস হাউসে ট্রেজারিতে জমা সহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।