বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোলে স্বর্ন কান্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

বেনাপোলে স্বর্ন কান্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

সুমন হোসাইন: বেনাপোলে স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নানান নির্যাতনের পর হত্যা করা হয়েছে ওমর ফারুক ওরফে সুমন(২৬) যুবকের। মাগুরা থেকে ৫দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার একটি বাগানে বিকৃত অবস্থায় মিললো তার লাশ। অথচ মামলার ৩ দিন অতিবাহিত হলেও আটক হয়নি কোন আসামী। কোন আসামি গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক কর্মকান্ড নিয়ে নিহতের স্বজনসহ এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে। স্বর্ণকান্ডে নির্মম হত্যাকান্ডের স্বীকার ওমর ফারুক সুমন শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে সে পেশায় একজন রং মিস্ত্রি ছিলো।

অপহরণের ২দিন পর নিহতের মা মোছাঃ ফিরোজা বেগম বেনাপোল পোর্টথানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়,গত ১১ তারিখ দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রং এর পালসার যোগে পাত্রি দেখার উদ্দ্যেশে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরবর্তী দিন ১২ তারিখ সকালে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন কলে ওমর ফারুকের পরিবার জানতে পারে সে অপহরণ হয়েছে। অদ্য ১৬ মাগুরা জেলার আমখালীর নির্জন বাগানে সকালে মিললো অপহৃত ওমর ফারুকর লাশ। নিহতের পরিবারে বইছে শোকের মাতম,এলাকাবাসীর দাবি অপহরণ কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের মুখোস উন্মেচনসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। স্বর্ণকান্ডে ওমর ফারুখ হত্যার ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।

বেনাপোল সীমান্তের একাধিক সূত্র মতে জানা গেছে,মূলত ৩ কোটির অধিক মূল্যের স্বর্ণ ছিনতায়ের ঘটনা ধাপাচাপা দিতেই বহনকারী ওমর ফারুক সুমনকে বেনাপোল পোর্ট থানা হতে ২৫০ গজ দূরের একটি তৃতীয় তলা ভবনের কক্ষে আটকিয়ে রাতভর মারধরসহ অমানবিক নির্যাতন চালানো হয়। অপহরণকারীদের ইন্ধনের নেপথ্যে ছিলো চেয়ারম্যান, কাউন্সিলর,একাধিক রাজনৈতিক দলের নেতা রয়েছে বলে দাবি করেছে সূত্রটি যা প্রশাসনের সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে। প্রশাসনের একাধিক সংস্থা ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সিজিটিভি ফুটেজ সংগ্রহ করে ৪জন আসামী সহ ৭/৮ জন অজ্ঞাত আসামী করা হয়েছে বলে জানা গেছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD